কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের জরিমানা
- News Bangla

- Apr 23, 2021
- 1 min read
পরেশ দেবনাথ।। কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় অপরাধে ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন অভিযান পরিচালনা করেন। তিনি উপজেলার বিভিন্ন বাজারে লকডাউন চলাকালে বিধি বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় বিভিন্ন স্থানে ৪ ব্যবসায়ীকে ১ হাজার ৪’শ টাক জরিমানা করেন। এ সময় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সচেতন করা হয় এবং বিনা প্রয়োজন ঘরের বাইরে না আসার জন্য বলা হয়।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি নির্দেশনা না মেনে চলাচল করার অপরাধে ৪ জনকে ১ হাজার ৬’শ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। দন্ডবিধি ১৮৬০এর ২৬৯ ধারা মোতাবেক তিনি শ্রীরামপুর গ্রামের সালেহা খাতুনকে ২’শ, আব্দুল ওহাবকে ২’শ, মনোজ ঘোষকে ১ হাজার, লুৎফর রহমানকে ২’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতে।







Comments