top of page

‘বিগ বস’ তারকা আরশির হাতে চুম্বন অনুরাগীর!

  • Writer: News Bangla
    News Bangla
  • Apr 21, 2021
  • 1 min read

শহরে ফেরার সময়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন আরশি খান। বিনা অনুমতিতে তাঁর হাতে চুম্বন করলেন এক অনুরাগী। সাংবাদিকদের কারণে সেই মুহূর্তের সাক্ষী হলেন নেটাগরিকেরা।

সোমবার মুম্বই বিমানবন্দরে অনুরাগী ও সাংবাদিকদের মুখোমুখি ‘বিগ বস ১৪’ খ্যাত অভিনেত্রী। কালো পোশাকে ঢেকেছেন নিজেকে। নেটমাধ্যমে ছেয়ে যাওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক তরুণ আরশির দিকে এগিয়ে আসেন। ছবি তোলার জন্য অনুরোধ জানান। তাঁকে ফিরিয়ে দিলেন না অভিনেত্রী। নিজস্বী তুললেন।

তার পরের ঘটনার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না আরশি। তার প্রতিক্রিয়াতেই তাঁর মনোভাব স্পষ্ট হল। আরশি যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, আচমকাই তাঁর বাঁ হাতটি টেনে নিয়ে চুম্বন করেন সে তরুণ। তৎক্ষণাৎ সে জায়গা থেকে চলে যান তিনি। কিন্তু আরশি স্তম্ভিত হয়ে যান কিছু ক্ষণের জন্য। বোঝা যায়, তাঁর পছন্দ হয়নি বিষয়টি। খানিক ক্ষণ তরুণের দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেন তিনি।

সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, এটা কী হল? পরিস্থিতি হাল্কা করার জন্য আরশি বলেন, ‘‘চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো।’’ সূত্র- আনন্দবাজার।

Комментарии


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

01711-250356

©2021 by News Bangla. Proudly created with Wix.com

bottom of page