লকডাউন এর নীতিমালা না মানায় জরিমানা
- News Bangla
- Apr 21, 2021
- 1 min read
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে কেশবপুর শহরে সরকার ঘোষিত লকডাউন এর নীতিমালা না মেনে চলার অপরাধে কেশবপুর বাজারের আব্দুল আজিজ ২শ, আকরাম হোসেন ২শ, সঞ্জয় সাহা ৫শ, রুহুল কুদ্দুস ২শ, মামুন হোসেন ৫শ, জাকির হোসেন ৫শ টাকা দন্ডবিধি ১৮৬০এর ২৬৯ ধারা মোতাবেক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
Comments