লকডাউন না মানায় জরিমানা
- News Bangla
- Apr 19, 2021
- 1 min read
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে কেশবপুরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত লকডাউন এর নীতিমালা না মেনে চলার অপরাধে কয়েকজনকে জরিমানা করেছেন।
জরিমানা প্রাপ্তরা হলেন কেশবপুর বাজারের পবিত্র কুমার ২শ টাকা, রবিউল ইসলাম ২ হাজার টাকা, ভালুকঘর বাজারের আরিফ হোসেনকে ২’শ টাকা, সাগরদাঁড়ী বাজারের সমীর সাধূকে ২’শ টাকা, জিল্লুর রহমানকে ৫’শ টাকা, ভাণ্ডারখোলা বাজারের তরিকুল ইসলামকে ২’শ টাকা, বরুণ পালকে ২’শ টাকা, আবুল কালাম আজাদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার ফারুক হোসেন।
Comments